• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

রাজধানীতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ১১:৪০
ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িলে শরিফুল ইসলাম নামে এক সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৮ জুন) রাতে এ হামলার শিকার হন শরিফুল। তিনি যমুনা টেলিভিশনের নিউজরুম এডিটর হিসেবে কাজ করেন।

এ ঘটনায় শনিবার (২৯ জুন) ভাটারা থানায় মূল অভিযুক্ত সৈয়দ ইসলাম শাহির (৩০) ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

শরিফুল ইসলাম জানান, শুক্রবার রাতে কুড়িল ফ্লাইওভার এলাকা দিয়ে যাওয়ার সময় শাহিরসহ (৩০) একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তার সঙ্গে থাকা লাগেজ ধরে টানাটানি করে। একপর্যায়ে লাগেজটি না দিতে চাইলে শরিফকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে শাহিররা।

শরিফুল ইসলাম তার অভিযোগপত্রে আরও জানান, এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার বাম কানের পর্দা ফেটে যায়। এরপর দুর্বৃত্তরা তার মোবাইলফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে সহকর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, শাহির এলাকার চিহ্নিত বখাটে। এর আগেও সে অনেককে মারধর করেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি জায়গায় যুবদল নেতার হোটেল নির্মাণের অভিযোগ
আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলা, আহত অনেকে
টাকা নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে, প্রত্যাহার ৩ এসআই!
বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার