• ঢাকা বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১
logo

রাজধানীতে দেড় ঘণ্টায় ৩৭ মিলিমিটার বৃষ্টি

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২৪, ১৫:৫৬
রাজধানীতে দেড় ঘণ্টায় ৩৭ মিলিমিটার বৃষ্টি
সংগৃহীত ছবি

রাজধানীতে দেড় ঘণ্টায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১ জুলাই) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত রাজধানীতে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় আরও বৃষ্টি হবে।

বজলুর রশিদ বলেন, শুধু ঢাকা নয়, সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। মোট বৃষ্টিপাতের তথ্য পেতে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরেক আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, চলতি মাসের (জুলাই) প্রায় পুরো সময়ে সারাদেশে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত কয়েকদিন ধরে সারাদেশেই বৃষ্টি হচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। বান্দরবানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় পাহাড়ধসের শঙ্কায় মাইকিং করা হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

মন্তব্য করুন

  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, চরম ভোগান্তি
টানা ৪ মাস বন্ধ থাকবে ঢাকার যে সড়ক
বৃষ্টি কবে কমবে, জানাল আবহাওয়া অফিস
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮