• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

মেট্রোরেলের ভাড়া বাড়ানো নিয়ে সবশেষ যা জানা গেলো

আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২৪, ২১:৪৭
মেট্রোরেলের ভাড়া বাড়ানো নিয়ে সবশেষ যা জানা গেলো
ফাইল ছবি।

আগামী এক মাসের মধ্যে মেট্রোরেলের ভাড়া বাড়ছে না বলে জানিয়েছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী।

বৃহস্পতিবার (৪ জুলাই) গণমাধ্যমকে তিনি বলেন, মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট আরোপ নিয়ে আজ দুপুরে এনবিআর ও ডিএমটিসিএলের মধ্যে একটি সভা হয়েছে। বৈঠক ভাড়ায় ভ্যাট আরোপের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

আমিন উল্লাহ নূরী আরও বলেন, বৈঠকে এনবিআর ও মেট্রোরেল সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী এক মাসের মধ্যে জানাবে কীভাবে মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট বসানো হবে। অর্থাৎ আগামী এক মাসের মধ্যে ভাড়া বাড়ছে না।

এর আগে, গত ৪ এপ্রিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে এনবিআর জানায়, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। এরপর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে।

মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফের সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ওই সুবিধা দেয় এনবিআর।

ভ্যাট আইন অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহনের ভাড়ার ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে। মেট্রোরেল শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় এর ভাড়ায় ভ্যাট চায় এনবিআর।

সিদ্ধান্ত অনুযায়ী ১৫ শতাংশ ভ্যাট কার্যকর হলে মেট্রোরেলের ২০ টাকার ভাড়া বেড়ে দাঁড়াবে ২৩ টাকা, ৩০ টাকার ভাড়া হবে ৩৪ টাকা ৫০ পয়সা এবং ১০০ টাকার ভাড়া হবে ১১৫ টাকা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসামিদের অব্যাহতি দেওয়ার চেষ্টাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজধানীতে সরকারবিরোধী মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় সপ্তাহে ৫ দিন বাসে শিক্ষার্থীদের জন্য ‘হাফ ভাড়া’
রাজধানীর মিরপুরে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট