• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

উত্তরা বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৪ দালালের কারাদণ্ড

আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২৪, ১৯:১৩

উত্তরা বিআরটিএতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৪ দালালকে কারাদণ্ড দেয়েছে বিআরটিএ।

গ্রাহকেদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উত্তরা ডিয়াবাড়িতে অবস্থিত ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়কে দালালমুক্ত করতে বুধবার (১০ জুলাই) অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ দালালিতে জড়িত থাকার দায়ে দালাল চক্রের ৪ জনকে আটক করে বিভিন্ন দণ্ডাদেশ প্রদান জেল হাজতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান।

আটককৃতরা হলেন- শান্ত গাজী (২০), আলমগীর হোসেন( ৫০), জহির (৪৮) ও রতন আলী। তারা প্রত্যেকেই আদালতের কাছে তাদের দোষ স্বীকার করেন। তাদের মধ্যে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অন্য তিনজনকে এক মাসের বিনাশ্রম দণ্ডাদেশ প্রদান করেন বিআরটিএ ভ্রমমাণ আদালত।

অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি গ্রাহকদের উদ্দেশে বলেন, বিআরটিএ আগত গ্রাহকগণ সরাসরি বিআরটিএর কর্মকর্তা কর্মচারীর কাছে আসলে দ্রুত সেবা পাবেন।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুখবর দিলো বিআরটিএ
বিআরটিএ-তে সেবা নিয়ে যা জানালেন অমিতাভ রেজা
বিআরটিএ সার্ভার সচল, মিলবে সব সেবা
লালপুরে ভুয়া চক্ষুচিকিৎসক ধরলেন শিক্ষার্থীরা