• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

স্ত্রী চলে যাওয়ায় যুবক স্বামীর কাণ্ড

আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২৪, ১৩:২৩
দক্ষিণখান
ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখান বউবাজার পূর্ব মোল্ল্যারটেক এলাকার বাসিন্দা শাহিদ রানা (৩৯)। নিজের ওপর অভিমান রাগ বেশি হলেও ভালোবাসতেন স্ত্রীকে। তাই তো স্ত্রীর বাবার বাড়ি চলে যাওয়ার কষ্ট সইতে না পেরে নিজেকে শেষে করে দিলেন তিনি।

শাহিদ রানা কুমিল্লার মুরাদনগর উপজেলার বড়পিপরিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

তার ছোট ভাই মো. আসাদ বলেন, আমার ভাই খিচুনি রোগী ছিলেন। কোনো কিছুই করতেন না। বেকার থাকায় তার স্ত্রী রাগ করে বেশ কয়েকদিন আগে গ্রামের বাড়ি চলে যান। এতে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

বৃহস্পতিবার (১১ জুলাই) দিনগত রাত পৌনে ২টার দিকে নিজের ওপর অভিমান করে কাউকে কিছু না বলে ছয়তলা ভবনের ছাদে ওঠেন। পরে সেখান থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউরের স্ত্রীর রিমান্ড শুনানি ১৯ জানুয়ারি
ইসলাম ধর্ম গ্রহণ করলেন অভিনেতার স্ত্রী
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
কাঁদলেন বাবরের স্ত্রী, উচ্ছ্বাস সমর্থকদের