• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলা

আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ১৭:৩৬
মেট্রোরেল
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে একদল যুবক লাঠিসোঁটা হাতে হামলা চালিয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে স্টেশনের ভেতরে এ হামলা চালানো হয়।

এ ঘটনায় স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভয়ে তারা ছোটাছুটি করতে থাকেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন এক প্রত্যক্ষদর্শী। এরপর মেট্রোরেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলছে। একটা ঝামেলা হয়েছে, আমরা দেখছি।

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার বেলা ১১টার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে যান চলাচল বন্ধ রয়েছে।

যেসব এলাকায় অবরোধ চলমান

রাজধানীর সায়েন্সল্যাব মোড়, গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ, নতুন বাজার, মধ্যবাড্ডা থেকে শুরু করে নদ্দা-বসুন্ধরা আবাসিক এলাকা, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, মহাখালী-বনানী সড়ক, উত্তরা, মিরপুর ১০ নম্বর, তাঁতীবাজার, বেইলিরোড ও বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বড় অংশজুড়ে গ্যাস থাকবে না শুক্রবার রাতে
তেজগাঁওয়ে সড়কে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট
১৬ ডিসেম্বর রাজধানীতে বিএনপির কনসার্ট 
মেট্রোরেলে আসছে আরও ২০ হাজার ‘একক যাত্রা’র কার্ড