• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

মতিঝিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে

আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২৪, ১৩:০৫
সংঘর্ষ
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর এলাকায় পুলিশের সঙ্গে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

এর আগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করেন। চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ সময় শিক্ষার্থীদের হঠাতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল নিক্ষেপ শুরু করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ইট পাটকেল ছুড়তে শুরু করেন। এরপর পুলিশের ধাওয়ায় একদল শিক্ষার্থী আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।

একপর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের কর্মীরাও যোগ দেন। এ ঘটনায় শাপলা চত্বর এলাকায় সব যান চলাচল বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার ‌‌‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বাসায় মিলল এক ব্যক্তির মরদেহ
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ
‘প্রতীকী বিষপান’ কর্মসূচিতে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে  
রাবিতে কাওয়ালী সন্ধ্যায় শিক্ষার্থীদের ঢল