• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

ফের রণক্ষেত্র যাত্রাবাড়ী

আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২৪, ১৮:৪৩
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলছে। ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ যাত্রাবাড়ী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনকালেও সংঘর্ষ চলছিল।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এ সংঘর্ষ চলছিল।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় অনেকেই যোগ দিয়েছেন। তারা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে পুলিশেন সঙ্গে সংঘর্ষে জড়ান।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ‘আমাদের সব ধরনের ব্যবস্থা আছে। তবে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটা দুর্বলতা নয়।’

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ধৈর্যকে যারা দুর্বলতা মনে করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আমি অনুরোধ করছি আপনারা ঘরে ফিরে যান।’

ডিবিপ্রধান বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে মাদরাসার ছাত্র, ছাত্রদল, যুবদল, জামায়াত-শিবিরের লোক ঢুকে গেছে। তারা পুলিশের গায়ে হাত দিচ্ছে, ভাঙচুর করছে। আমরা কাউকে ছাড় দেবো না।’

এর আগে আজ সকাল থেকে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারেনি। আবার কোনো যানবাহন ঢুকতেও পারেনি।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, রণক্ষেত্র কলকাতা-হাওড়াসহ বহু এলাকা
রাজধানীর বংশাল-যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলি, নিহত ১৫
যাত্রাবাড়ী-শনিরআখড়া-কাজলা এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রণক্ষেত্র সিলেট, দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ আহত ২০