• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিকেলে ডিএনসিসিতে সভা 

আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২৪, ১৩:২৬
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য মতবিনিময় সভা ডেকেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে ডিএনসিসি এলাকার বিশ্ববিদ্যালয় ও কলেজের ভিসি ও প্রিন্সিপালরা উপস্থিত থাকবেন।

সোমবার (২৯ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আজ বিকেল ৪টায় গুলশানে ডিএনসিসি নগর ভবনে এ সভায় উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সভায় সভাপতিত্ব করবেন উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ের সামনে থেকে শিক্ষানবিশ এসআইদের সরিয়ে দিয়েছে পুলিশ
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নেচে-গেয়ে পাঠদান করেন শিক্ষকরা
লাইব্রেরি ও দুই হলের নাম পরিবর্তন করল ববি শিক্ষার্থীরা
শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন