ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ডিবিতে হারুনের পদে যে কর্মকর্তা

আরটিভি নিউজ

বুধবার, ৩১ জুলাই ২০২৪ , ০৯:২৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। আলোচিত এ কর্মকর্তার স্থলাভিষিক্ত করা হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান।

বিজ্ঞাপন

বুধবার (৩১ জুলাই) রাতে পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মহা. আশরাফুজ্জামানকে ডিবির দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বেশ কয়েকটি ঘটনায় আলোচনায় আসেন হারুন অর রশীদ। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের হেফাজতে নেয়ার পাশাপাশি তাদের খাওয়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করায় সমালোচনার মুখে পড়েন হারুন। এ বিষয়টি জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট।

এর পর থেকেই প্রকাশ্যে আসতে শুরু করে হারুন অর রশীদের সমালোচকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের প্রতিনিধিদের বৈঠকেও হারুন ইস্যুতে আলোচনা হয়।

বৈঠকে ক্ষোভ ঝাড়েন রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারিসহ একাধিক নেতা।

বিজ্ঞাপন

১৪ দলের বৈঠক থেকে বেরিয়ে হাসানুল হক ইনু বলেন, বৈঠকে হারুনের বিষয়টি নিয়ে আমি ও রাশেদ খান মেননসহ অনেকেই কথা বলেছেন। বৈঠকে আমরা সরকারকে বলেছি, আমলা দিয়ে রাজনৈতিক বিষয় সমাধানের চেষ্টা করাটা সঠিক নয়। আমলা দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টাটা বাদ দিতে। এটা খুবই লজ্জাজনক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |