• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

প্রগতি সরণিতে আন্দোলনকারীদের বিক্ষোভ, যানচলাচল বন্ধ

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ১৫:৩৯

ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি ঘিরে রাজধানীর প্রগতি সরণিতে দুপুরে হঠাৎ করেই নেমে আসেন আন্দোলনকারীরা।

এদিন দুপুর সোয়া একটার দিকে রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক এলাকায় রাস্তায় জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করেন। তাদের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় প্রগতি সরণির যানচলাচল। কর্মসূচি ঘিরে বসুন্ধরা গেটের পাশে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অসংখ্য পুলিশ।

শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসার পর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে নতুন বাজারের দিকের সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কুড়িল বিশ্বরোডের দিক থেকে কোনো যানবাহন আর নদ্দা, নতুন বাজারের দিকে যেতে পারছে না।

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসবে এ বিক্ষোভ কর্মসূচি চলছে বলে জানিয়ছেন আন্দোলনকারীরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থান, যানচলাচল বন্ধ 
আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলা সেই জাবি অধ্যাপক সাময়িক বরখাস্ত
চব্বিশের আন্দোলনকারীদের প্রকাশ্যে ‌‌‌‘টোকাই’ বলে আ.লীগ নেতার কটাক্ষ
বঙ্গভবনে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের, বাধা