• ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
logo

প্রগতি সরণিতে আন্দোলনকারীদের বিক্ষোভ, যানচলাচল বন্ধ

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ১৫:৩৯

ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি ঘিরে রাজধানীর প্রগতি সরণিতে দুপুরে হঠাৎ করেই নেমে আসেন আন্দোলনকারীরা।

এদিন দুপুর সোয়া একটার দিকে রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক এলাকায় রাস্তায় জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করেন। তাদের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় প্রগতি সরণির যানচলাচল। কর্মসূচি ঘিরে বসুন্ধরা গেটের পাশে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অসংখ্য পুলিশ।

শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসার পর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে নতুন বাজারের দিকের সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কুড়িল বিশ্বরোডের দিক থেকে কোনো যানবাহন আর নদ্দা, নতুন বাজারের দিকে যেতে পারছে না।

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসবে এ বিক্ষোভ কর্মসূচি চলছে বলে জানিয়ছেন আন্দোলনকারীরা।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে মমতার সঙ্গে বৈঠক করলেন আন্দোলনকারীরা
আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যেই গুলি চালানো হয়: তাজুল ইসলাম
আন্দোলনকারীদের ওপর ‘গরম জল’ দিতে বলেছিলেন অরুণা বিশ্বাস
আন্দোলনকারী নারীদের উপদেষ্টা বানানোর আহ্বান বিএনপি নেতার