• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

কারওয়ান বাজার মোড়ে দফায় দফায় সংঘর্ষ

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২৪, ১৬:৪১
ছবি : সংগৃহীত

ঢাকার সোনারগাঁও হোটেল ও কারওয়ান বাজার মোড় এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

রোববার (৪ আগস্ট) বিকেল ২টার পর থেকে বিক্ষোভকারীরা বাংলামোটরের দিকে অবস্থান নেন। একই সময় কারওয়ান বাজারের দিকে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস (টিয়ার শেল) নিক্ষেপ করছে।


এর আগে, বেলা ১১টা থেকে আন্দোলনকারীরা রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ শুরু করে। একই সময় প্রতিবাদ মিছিল করে আওয়ামী লীগও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।

এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। এতে পাবনা, বগুড়া, বরিশাল, রংপুরসহ বিভিন্ন জেলায় বিকেল ৩টা পর্যন্ত পাওয়া শেষ খবরে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শত।

এরমধ্যে পাবনা ও ফেনীতে ৩ জন করে, মুন্সিগঞ্জ, রংপুর এবং বগুড়ায় ২ জন করে, মাগুরা, কুমিল্লা, বরিশালে একজন করে নিহত হয়েছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত 
সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ
গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থী নিহত 
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ১