• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

মেয়র তাপসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২৪, ০১:৩৮
ফজলে নুর তাপস
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নুর তাপসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৫ আগস্ট) রাতে তার বনানীর বাসায় এ হামলার ঘটনা ঘটে।

এ সময় তাপসের বাড়ির নিচের কয়েকটি গাড়িতেও আগুন দেওয়া হয়।

এর আগে সোমবার দুপুরে শেখ হাসিনার দেশত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্রজনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেয় তারা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে যান। যাওয়ার আগে শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

ইন্ডিয়া টুডে জানায়, নয়াদিল্লির গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৬ মিনিটে অবতরণ করেন শেখ হাসিনা। সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনার অতিরিক্ত দায়িত্ব পেলেন ২ কর্মকর্তা
ডিএসসিসির প্রধান প্রকৌশলী সাময়িক বরখাস্ত
অবসরে যেতে ডিএসসিসির প্রধান প্রকৌশলীর আবেদন
কম সময়ে বেশি বৃষ্টি হওয়ায় পানি সরতে সময় লেগেছে: ডিএসসিসি