• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাজধানীর বংশাল-যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলি, নিহত ১৫

আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২৪, ০৪:১১
পুলিশ
ছবি: সংগৃহীত

বিক্ষুব্ধ ছাত্রজনতা রাজধানীর বংশাল থানা এবং যাত্রাবাড়ী থানা ঘেরাও করে ফেললে নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। এ ঘটনায় বংশালে ৫ জন ও যাত্রাবাড়ীতে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৬৫ জন।

সোমবার (৫ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

এর আগে বিক্ষুব্ধ ছাত্রজনতার মিছিলে পুলিশ গুলি চালালে আন্দোলনকারীরা পুলিশকে ধাওয়া দিয়ে এই দুই থানা ঘেরাও করে। এ সময় পুলিশ নির্বিচারে গুলি চালায়।

এদিন রাত সাড়ে ১২টার দিকেও দেখা যায় আন্দোলনকারীরা বংশাল থানা ঘেরাও করে রেখেছেন এবং পুলিশ থানার ভেতর থেকে অনবরত গুলি চালিয়ে যাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত পৌনে ১২টা) রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে ১৫ জনের মরদেহ আনা হয়েছে। হাসপাতালটিতে ২৬৫ জন আহত আন্দোলনকারী চিকিৎসা নিচ্ছেন।

এদিকে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে নিয়ে গেছে। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আলী রাজ (৩৫) ও সোহাগ (২২)। উভয়েই বংশাল পুকুরপাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

হতাহতের বিষয়ে মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন জানান, সোমবার দুপুর থেকে হাসপাতালটিতে নিহত ও আহতদের সংখ্যা বাড়তে থাকে। রাত পর্যন্ত হাসপাতালটিতে ১৫ জনের মরদেহ আনা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩৫-এর মধ্যে। এ ছাড়া আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
পেঁয়াজ-সবজি-মুরগির দাম কমলেও আলুর দাম বাড়তি
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া