• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ডেমরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ১২:০২

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৬৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সাইদ আহমেদকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৯ আগস্ট) বিকালে ওরিয়েন্ট স্কুল মোড়ে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

ময়নাতদন্তের জন্য সাইদ আহমেদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইদ আহমেদের মামা আপেল মাহমুদের ভাষ্য অনুযায়ী, যুবদলের একটি কর্মসূচি শেষে তার ভাগনে সাইদ শুক্রবার সন্ধ্যায় ডেমরার ওরিয়েন্টাল স্কুল মোড় এলাকার বাসায় ফিরছিলেন। পথে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের আনোয়ার, আকবর, রনি, সালামসহ ২০-২৫ জন সাইদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে ফেলে যান তারা।

আপেল মাহমুদ জানান, খবর পেয়ে মধ্যরাতে সাইদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাত্রজনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সাইদ এলাকায় আনন্দমিছিল বের করেছিলেন।

যুবদল নেতা সাইদ পেশায় ব্যবসায়ী ও ডেমরার বাহির টেংরা এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম সেকেন্দার।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাজের ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা: র‍্যাব
কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা