অস্ত্রাগারে ‘মিস ফায়ারে’ গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্য
রাজধানীর মিরপুর পুলিশ লাইনসের অস্ত্রাগারে পিস্তল পরীক্ষা করতে গিয়ে মিস ফায়ার (ভুলবশত গুলি) হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দারুসসালাম থানার দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনের নাম মো. আলামিন (৩০) ও ইয়াসিন আলী (২৮) বলে জানা গেছে। তারা দারুসসালাম থানায় কর্মরত।
আলামিনকে বিকেলে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর পুলিশ সদস্য স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দারুসসালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রঞ্জু মিয়া জানান, বেশকিছু দিন থানা বন্ধ থাকার পর তারা সোমবার মিরপুর ১৪ নম্বর পুলিশ লাইনসে গিয়েছিলেন থানার অস্ত্রগুলো আনার জন্য। সেখানে ইয়াসিন আলী পিস্তলে ম্যাগজিন ঢুকিয়ে পরীক্ষা করছিলেন। কিন্তু আগে থেকে পিস্তলের চেম্বারে একটি গুলি ছিল, এটি তিনি বুঝতে পারেননি। সেই গুলি বেড়িয়ে গিয়ে তার হাতের তালু ভেদ করে পাশে বসে থাকা আলামিনের বুকের একপাশে লেগে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
মন্তব্য করুন