• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

পুলিশকে ফুল দিয়ে বরণ করলেন শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২৪, ২৩:৫৩
শিক্ষার্থী
সংগৃহীত

পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর পুরাণ ঢাকার রায়সাহেব বাজার মোড়ে সূত্রাপুর থানা পুলিশকে এ শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।

ফুল দিতে আসা শিক্ষার্থী রিয়াজুর ইসলাম বলেন, পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজে পুনরায় নিয়োজিত হয়েছে। সে জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, আজকে কর্মস্থলে যোগদান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরাণ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সাধুবাদ জানিয়েছে এবং আমরা আশা করি, পুলিশ তাদের আগের চরিত্রকে ভুলে গিয়ে নতুনভাবে নতুন বাংলাদেশে সাধারণ জনগণের বন্ধু হয়ে তাদের জানমাল রক্ষায় কাজ করবেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন এবং মানুষের অধিকার রক্ষার্থে তাদের সর্বোচ্চ ত্যাগ-তিতিক্ষা নৈতিকতার পরিচয় দিয়ে সুন্দর আদর্শিক সার্বভৌম, উন্নত বাংলাদেশ গড়তে সহায়তা করবেন।

এ সময় সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। পুলিশ জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে। বিশেষ কারণে পুলিশ গত কয়েক দিন মাঠে থাকতে পারেনি। আজ থেকে জনগণের সহায়তায় নিয়মিত আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবে পুলিশ।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধারসহ গ্রেপ্তার ১১০
খুলনায় ট্রাকচাপায় নারী পুলিশ সদস্য নিহত
আমির হোসেন আমু আছেন সন্দেহে ভবন ঘেরাও, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু