• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

কোটা আন্দোলন: ঢাকা মেডিকেলেই ১৬৫ মরদেহ

আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২৪, ১৮:০৫
ঢামেক
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেই ১৬৫ জন মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। এরমধ্যে ৭৬ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকি ৮৯ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে মারা গেছেন।

রোববার (১৮ আগস্ট) ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে আমাদের হাসপাতালে ২ হাজার ২০০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৭৮৬ জনকে ভর্তি করা হয়েছিল, যার মধ্যে এখনও ভর্তি আছেন ১৬১ জন। ভর্তি থাকা আহতদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন ৭ জন, এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) জানায়, গত ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে সহিংসতায় দেশে অন্তত ৬৫০ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় মাত্র তিন সপ্তাহে সারাদেশে কয়েকশ মানুষের প্রাণহানির তথ্য আসে। আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। পরে ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিমান্ডে অসুস্থ হয়ে ফের ঢামেকে শাহজাহান খান
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু