• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

এখন পর্যন্ত ৮০০ শহীদের নাম পাওয়া গেছে: উপদেষ্টা নাহিদ

আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৯
উপদেষ্টা নাহিদ
সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা এগিয়ে নেওয়া হচ্ছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) মিরপুরের পাইকপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত কলেজশিক্ষার্থী শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাফের (১৭) বাসায় যান তিনি। সেখানে আহনাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে নাহিদ এ কথা জানান।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগিরই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য।

আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের দেশ মনে রাখবে জানিয়ে তিনি বলেন, শহীদদের জন্যই আমরা বেঁচে আছি। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছে। তাদের তালিকা করা হচ্ছে।

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে জানিয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, এখন থেকে যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আহনাফের পরিবারের পাশে দাঁড়াবো আমরা।

এর আগে শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজখবর নেন। এ সময় বাসায় আহনাফের মা, বাবা, দুই ভাই এবং খালা উপস্থিত ছিলেন।

আহনাফ রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১০ এ পুলিশের গুলিতে নিহত হন তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু সেতুর নাম আবু সাঈদ সেতু করার দাবি, যা জানা গেল
জার্মান-ইরানি নারী নাহিদ টাঘাভি কারামুক্ত
জুলাই গণ-অভ্যুত্থানে ১৪৬ শিশু ও নারী শহীদ: উপদেষ্টা শারমীন
পিএসএল থেকে যত টাকা আয় করবেন লিটন, নাহিদ ও রিশাদ