• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ৩৫ প্রত্যাশীরা

আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:০১
ছবি: সংগৃহীত

দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ মোড় ছেড়েছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে শাহবাগ থেকে এ ঘোষণা দেন তারা। প্রায় ১০ ঘণ্টা পর আন্দোলনকারীরা শাহবাগ ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পিএস-এর বরাত দিয়ে আন্দোলনকারীদের দাবি, চাকরিতে প্রবেশের বয়সসীমা দ্রুত ৩৫ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে।

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বৈষম্যহীনতার কমিশন গঠন করা হবে, সেখানে আমাদের দাবিকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

তবে আন্দোলনের সমন্বয়ক রাসেল মাহমুদ বলেন, আমরা ৭ থেকে ১০ দিন অপেক্ষা করতে চাই না। আগামীকাল সকাল ১০টা থেকে পুনরায় একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এর আগে, শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে চাকরিপ্রত্যাশীদের সমাবেশ শুরু হয়। পরে দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এ সময় শাহবাগ এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে শাহবাগ এলাকার সবগুলো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগোরায় চাকরির সুযোগ, সপ্তাহে ২দিন ছুটি
সম্পদের হিসাব জমা না দিলে সরকারি চাকরিজীবীদের যেসব শাস্তি হতে পারে
মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে ৩০ দিনের আল্টিমেটাম
মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ