• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভাঙচুরকারীদের কঠোর হুঁশিয়ারি পেট্রোবাংলার

আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৫
পেট্রোবাংলা
সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত পেট্রোবাংলা প্রধান কার্যালয়ের বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ তিতাস গ্যাসের কর্মচারীরা। তারা কার্যালয়ের নিচতলার রিসিপশনের গ্লাস ভাঙচুর করে বিক্ষোভ প্রদর্শন করে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তিতাসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লার চাকরির মেয়াদ গত ২১ আগস্ট শেষ হয়। এরপর তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে। এতে ক্ষুব্ধ হয়ে ভাঙচুরের ঘটনা ঘটায় বিক্ষুব্ধরা। তাদের দাবি তিতাস থেকে এএমডি নিয়োগের।

এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, পেট্রোবাংলার সিনিয়রিটির তালিকার ৫০-৬০ এর মধ্যেও তিতাস গ্যাসের কেউ নেই। আবার কারও কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এমন প্রেক্ষাপটে ভাঙচুর করে এক শ্রেণির লোকজন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের নীতি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।

তিনি বলেন, আমরা পুলিশ ও সেনাবাহিনীকে জানিয়েছি।যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেয়ারম্যানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন পেট্রোবাংলায় চাকরিপ্রত্যাশীরা
মৌখিক পরীক্ষা স্থগিত, অবরুদ্ধ পেট্রোবাংলা
গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪
দুই মাসে ৪৪ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ