• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

নটর ডেম কলেজের অফিস সহকারীর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫০
লিপিকা
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালের ঋষিকেশ দাস লেনের একটি বাসা থেকে লিপিকা গোমেজ (৫৫) নামে নটর ডেম কলেজের এক অফিস সহকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ বলছে, লিপিকার মাথায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হত্যাকারীরা পালিয়েছেন।

ঋষিকেশ দাস লেনের একটি পাঁচতলা বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে একা ভাড়া থাকতেন লিপিকা। ২০ বছর আগে মাহবুবুল আলম নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। পরে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়। লিপিকার কোনো সন্তান নেই। তার বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। সেখানে লিপিকার বৃদ্ধা মা থাকেন। তার একমাত্র ভাই থাকেন বিদেশে। এ হত্যাকাণ্ডের বিষয় নিয়ে পুলিশ কাজ করছে।

ওসি সাইফুল ইসলাম জানান, বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে লিপিকা গোমেজ নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাজধানীর নটর ডেম কলেজের অফিস সহকারী ছিলেন।

আরটিভি/ এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বনানীতে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাজধানীতে আবাসিক ভবনে আগুন
উপদেষ্টা হাসান আরিফের দাফন কখন কোথায়
উপদেষ্টা হাসান আরিফ আর নেই