• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

শুক্রবার মেট্রোরেল চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল

আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬
ফাইল ছবি

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রোরেল চলবে কিনা এ বিষয়ে আগামী বুধবার ঘোষণা আসতে পারে। এছাড়া ভাঙচুরে বন্ধ হয়ে যাওয়া কাজীপাড়া মেট্রো স্টেশনও শিগগির চালু হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ডিএমটিসিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শনিবার কাজীপাড়া স্টেশন চালুর কারিগরি নানাদিক পরীক্ষা করা হয়েছে। আর শুক্রবার মেট্রোরেল চলাচল শুরু করার জন্য জনবলের কাজের পালা (রোস্টার) প্রায় ঠিক হয়ে গেছে। ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ দায়িত্ব নিয়েই তিনি দ্রুত কাজীপাড়া স্টেশন চালু এবং শুক্রবারে মেট্রোরেল চলাচল শুরু করার ওপর জোর দিয়েছেন।

ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘কাজীপাড়া স্টেশনের কাজ প্রায় শেষের দিকে। খুব শিগগির চালু করা হবে। সেই সাথে শুক্রবারে মেট্রোরেল চলার কাজ প্রায় প্রস্তুত। সামনে সংবাদ সম্মেলনে এক সাথে দুটির বিষয় জানিয়ে দিবেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক।’

ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, ‘কাজীপাড়া স্টেশনটি স্থানীয়ভাবে পাওয়া যন্ত্রপাতি, সরঞ্জাম ও উপকরণ দিয়ে মেরামত করা হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে দ্রুত যাত্রীদের স্বস্তি দেওয়া।’

আবদুর রউফ বলেন, ‘কাজীপাড়া স্টেশন চালুর বিষয়ে শুক্র ও শনিবার কারিগরি দল ও জাপানি পরামর্শক কাজ করেছেন। তবে মিরপুর-১০ স্টেশন চালু করতে আরও কিছু সময় লাগবে। চেষ্টা থাকবে যথাসম্ভব দ্রুত চালু করা।’

আরটিভি/এসএপি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রীদের র‍্যাপিড পাস কেনার অনুরোধ মেট্রোরেল কর্তৃপক্ষের
মেট্রোতে একক যাত্রায় বিকল্প হিসেবে কিউআর কোডের ব্যবস্থা
মেট্রোরেলে আসছে আরও ২০ হাজার ‘একক যাত্রা’র কার্ড
এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারাহ শাম্মী