মোহাম্মদপুরে ২ যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দু’পক্ষের মারপিটের ঘটনায় নাসির বিশ্বাস (২২) ও মুন্না (২৩) নামে দুই যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে নাসির ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে মারা যান নাসির। অপরদিকে মুন্না সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান।
তিনি জানান, সংঘর্ষে নাছির বিশ্বাস (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। এ ছাড়া সংঘর্ষে আহত মুন্না (২৩) নামে একজনকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দুই যুবকের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
মন্তব্য করুন