• ঢাকা সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১
logo

অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা: ডিএমপি

আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪১

শেখ হাসিনা সরকারের পতনের পর থানা থেকে অনেক পুলিশ সদস্য পালিয়ে গেছেন কিংবা গা ঢাকা দিয়েছেন। পুলিশ সদর দপ্তর থেকে তাদের নোটিশ করে চাকরিতে ফেরার তাগিদ দেওয়ার পরও যারা যোগদান করেননি (বিশেষ করে যারা ঢাকায় কর্মরত) তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব কথা জানান।

অনুপস্থিত পুলিশ সদস্যদের নিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যারা এখনও অনুপস্থিত, আপনারা জানেন আমাদের কিছু আইন ও বিধির মধ্যে চলতে হয়। চাকরিতে কিছু নিয়মকানুন আছে। সেই নিয়মকানুন বিধি অনুযায়ী যদি কেউ বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন তাহলে চাকরি বিধি মেনে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

ঢাকার ২২টি থানা আংশিক বা পরিপূর্ণ ধ্বংস হয়েছে ও সবমিলিয়ে ২১৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি অল্প সময়ে সংস্কার করে আগের পরিস্থিতি ফিরিয়ে আনার। আমরা সীমিত রিসোর্সের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করছি জনজীবনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে।

আরটিভি/এআর/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ বিভাগে সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে ওঠা যাবে: ডিএমপি
কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১২ লাখ টাকা জরিমানা
গণপরিবহণের জন্য ডিএমপি কমিশনারের নির্দেশনা