• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

আইজিপির সঙ্গে ইউএনওডিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৪
আইজিপি
সংগৃহীত

আইজিপি মো. ময়নুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) একটি প্রতিনিধিদল।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে প্রতিনিধিদলের সদস্যরা আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউএনওডিসি সাউথ এশিয়া রিপ্রেজেনটেটিভ মার্কো টেইজেইরা।

সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতার জন্য ইউএনওডিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ সময় ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, ট্রান্সন্যাশনাল ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, সাইবার ক্রাইম, উগ্রবাদ, মানবপাচার, ফিন্যান্সিয়াল ক্রাইম, মাদক, তথ্য আদান-প্রদান, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে ইউএনওডিসির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আইজিপি আশা প্রকাশ করেন। প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, ৭ সদস্য গ্রেপ্তার
রাজধানীর যেসব স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট
মোহাম্মদপুরে ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা