• ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১
logo

তরফদারকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৮
তরফদারকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

বহুল বিতর্কিত ব্যবসায়ী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদপ্রার্থী তরফদার রুহুল আমিনকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা মঞ্চ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে সংগঠক ডি কে সোলায়মান বলেন, এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গেল ৫ আগস্টে বিদায় নিয়েছেন পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর শাসক শেখ হাসিনা। কিন্তু তার পলায়নের পরেও দেশে রয়ে গেছে দোসরেরা। এদেরই একজন তরফদার রুহুল আমিন। গত পনেরো দিনে দেশের প্রায় সকল জাতীয় গণমাধ্যম তা প্রকাশ ও সম্প্রচার করলেও প্রশাসন ভৌতিক কারণে নীরব রয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সমন্বয়ক সোলায়মান বলেন, আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এই ফ্যাসিস্ট তরফদার গ্রেপ্তার হওয়ার বদলে বিপ্লবী সরকারের মাঝে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এতে করে আমরা ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করছি। এমতাবস্থায় শেখ রেহানার ক্যাশিয়ার হিসাবে প্রতিষ্ঠিত ব্যক্তিসত্তাকে আমরা ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা তীব্র পর্যায়ের কর্মসূচি দিয়ে তাকে রোধ করার সামাজিক আন্দোলনে সক্রিয় হবো।

শতাধিক ছাত্র-জনতার উপস্থিতিতে এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মইনুজ্জামান নোয়াজ, ফেরদৌস জিম, গাজী গোলাম সাজিদ, রাফিউল খান জিসান, সাঈদ নাছের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক জাহিদ আহসান,, আলম শেখ, মোহাম্মদ মিথুন, আসলাম জনি, মণির হোসেন, জুবায়ের আলমসহ প্রমুখ।

আরটিভি/এসএইচএম/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ গডফাদারসহ ৭১ জন শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার
খাটের নিচ থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
দাবি মেনে নেওয়ায় আশুলিয়ার অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু
তরফদারে বিস্মিত কাউন্সিলররা, লড়াই ইমরুল ও তাবিথের মধ্যে