• ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১
logo

রাজধানীতে আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ

আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫
দগ্ধ
সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে আগুনে বাবা-মাসহ শিশু দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। গ্যাস লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর শুক্রাবাদ বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী মোছা. নিপা আক্তার (৩০) ও তাদের ছেলে মো. বায়জিদ (৩)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, তিন বছরের শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাবা মো. টোটনের শরীরের ৫০ শতাংশ, মা নিপার শরীরের ৩২ শতাংশ ও শিশু বাইজিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।

আরটিভি/এএইচ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে আগুনে পুড়ল ২ দোকান
গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল নারীর, বাসে আগুন
গাজীপুরে কলোনিতে আগুন
বাইরের উসকানিতে আমরা আগুনের মধ্যে তেল দিচ্ছি: ফরহাদ মজহার