• ঢাকা সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১
logo

৫৬ দিনের লড়াই শেষ হলো কারিমুলের

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৩
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে কারিমুল ইসলাম (২২) নামে এক যুবক পুলিশের গুলিতে আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি হেরে গেলেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

নিহত কারিমুল হবিগঞ্জের লাখাই থানার পশ্চিম রইতোনসী গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করতেন এবং সেখানেই থাকতেন।

নিহতের খালু মো. হামিদুল বলেন, কারিমুল যাত্রাবাড়ী এলাকায় একটি লেবুর আড়তের কর্মচারী ছিলেন। গত ৫ আগস্ট আড়তের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় শটগানের গুলিতে আহত হন কারিমুল। ওই দিনই গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ সকালের দিকে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।

আরটিভি/আইএম/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মীর মুগ্ধকে নিয়ে আরটিভির প্রামাণ্যচিত্র
জায়েদ খানের নামে মামলা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল
ছাত্র-জনতার আন্দোলনে জামায়াত থাকার বিষয়ে যা বললেন ফারুকী
রাজনৈতিক পরিচয় প্রকাশ করে যা বললেন সমন্বয়ক উমামা