• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

৫৬ দিনের লড়াই শেষ হলো কারিমুলের

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৩
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে কারিমুল ইসলাম (২২) নামে এক যুবক পুলিশের গুলিতে আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি হেরে গেলেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

নিহত কারিমুল হবিগঞ্জের লাখাই থানার পশ্চিম রইতোনসী গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করতেন এবং সেখানেই থাকতেন।

নিহতের খালু মো. হামিদুল বলেন, কারিমুল যাত্রাবাড়ী এলাকায় একটি লেবুর আড়তের কর্মচারী ছিলেন। গত ৫ আগস্ট আড়তের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় শটগানের গুলিতে আহত হন কারিমুল। ওই দিনই গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ সকালের দিকে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।

আরটিভি/আইএম/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির ৮ সদস্যের পদত্যাগ
৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে যা বললেন সারজিস
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
কুমিল্লার সাবেক এমপি নাসিমুল কারাগারে