• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

কিশোর নিহতের ঘটনায় বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর রিমান্ডে

আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ২০:৩৫
কিশোর নিহত
সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর নিহতের ঘটনায় বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর নাসিম আদনান জামানের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে এ রায় দেওয়া হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড চায় তদন্তকারী কর্মকর্তা।

জানা যায়, ১৯ জুলাই রাজধানীর গুলশানের প্রগতি সরণির শাহজাদপুরে বাহাদুর হোসেন মনির (১৭) নামে এক কিশোর নিহত হয়। এ ঘটনায় মঙ্গলবার বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর নাসিম আদনানকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই আন্দোলন চলাকালে মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়। খবর পেয়ে তার বাবা স্থানীয়দের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মনিরকে মৃত ঘোষণা করেন।

৩০ সেপ্টেম্বর নিহত বাহাদুর হোসেন মনিরের বাবা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বসুন্ধরা কিংসের বিপক্ষে আবাহনীর প্রথম জয়
বসুন্ধরা গ্রুপে এসএসসি পাসেই চাকরি
১০ জনের মোহামেডানের কাছে হারল বসুন্ধরা কিংস
ব্রাদার্সকে হারিয়ে ফেডারেশন কাপে শুভসূচনা বসুন্ধরা কিংসের