• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

৯৯৯ সার্ভিস সেন্টার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ২২:৩০
স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সার্ভিস সেন্টার আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি সেন্টারে কর্মরত সদস্যদের সাথে কুশল বিনিময় করেন, পরিবার-পরিজনের খোঁজখবর নেন এবং নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য উৎসাহিত করেন।

বুধবার (২ অক্টোবর) এ পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন, সেন্টারের প্রধান ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ।

জনগণকে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা প্রদানের লক্ষ্যে ২০১৭ সালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এ বছরের আগস্ট পর্যন্ত ৯৯৯-এ ৫ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ৪৩১টি কল এসেছে।

সেবা প্রদানযোগ্য কলের মধ্যে ৮৩ দশমিক শূন্য ৮ ভাগ পুলিশি সেবা, ৮ দশমিক ১৫ ভাগ ফায়ার সার্ভিস এবং ৮ দশমিক ৭৮ ভাগ অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে।

আরটিভি/এএইচ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪, জড়িত কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
ওবায়দুল কাদেরের দেশে লুকিয়ে থাকার কথা জানত না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা