• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ট্রাফিক আইনে একদিনে প্রায় ৩৮ লাখ টাকা জরিমানা 

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ১৬:৪০
ট্রাফিক আইনে একদিনে প্রায় ৩৮ লাখ টাকা জরিমানা 
ফাইল ছবি

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একদিনে প্রায় ৩৮ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯৭২টি মামলা এবং ৩৭ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া অভিযানকালে ২০১টি গাড়ি ডাম্পিং ও ৮৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাতদিন কাজ করছে।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৯৭৯ মামলা 
ফেসবুকে ত্রুটি, মেটাকে ৩ হাজার ১৫৬ কোটি টাকা জরিমানা
দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ
অতিরিক্ত যাত্রীবহন, ২ স্পিডবোট চালককে জরিমানা