• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে সেনা সদস্যের মৃত্যু

আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২৪, ১৮:৩৮
ফাইল ছবি

রাজধানীতে ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে অমিত দে (২৪) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে মতিঝিল সেনা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন ওই সেনাসদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ল্যান্স করপোরাল মো. আব্দুর রহিম বলেন, ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন অমিত। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অমিতের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার আটার গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বনানীতে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাজধানীতে আবাসিক ভবনে আগুন
উপদেষ্টা হাসান আরিফের দাফন কখন কোথায়
উপদেষ্টা হাসান আরিফ আর নেই