• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

সৃষ্টিলগ্ন থেকেই রাজউকের জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই: পরিবেশ উপদেষ্টা

আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২৪, ১৩:১২
ফাইল ছবি

পরিবেশ ধ্বংস করে নগরায়ন গ্রহণযোগ্য নয় জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সৃষ্টিলগ্ন থেকেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই।

সোমবার (৭ অক্টোবর) সকালে রাজউক ভবনে বিশ্ব বসতী দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, এরশাদ সাহেব যখন ডিআইটি থেকে রাজউক করে দিলো তখন রাজধানীতে শুধু উন্নয়ন আর উন্নয়নই হলো। রাজউকও কর্তৃপক্ষ থাকল। তবে, এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা সত্যিকার অর্থেই দেখিনি।

তিনি বলেন, এখন রাজউকের যে বোর্ড আছে, এখানে সম্পৃক্ততার দরকার আছে। আমি যদি মনে করি কয়েকজন আমলা দিয়ে রাজউককে ইনক্লুসিভ করে ফেলেছি তাহলে আমার সমাধানে পৌঁছাতে পারবো না।

রিজওয়ানা হাসান বলেন, নতুন বাংলাদেশে আমাদের অনেক চড়াই উতরাই পার হতে হবে। নানা রকম চ্যালেঞ্জ, নানা রকম বাধা-বিপত্তি পার হয়েই আমাদের চলতে হবে।

তিনি বলেন, তরুণ আর নগর বিশেষজ্ঞদের পরামর্শে সুস্থ ও সুন্দর নগর গড়ে তুলতে হবে। বসতী মানে শুধু বাসা-বাড়ি নয়, বাসযোগ্য অবস্থানকেও বোঝায়।

আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজউকসহ নগর সংস্থার সংস্কার প্রয়োজন। ঢাকায় গরিবের আবাসনের ব‍্যবস্থা নেই। সেটা গড়ে তোলাই সরকারের মূল চ্যালেঞ্জ।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
উন্নত দেশগুলো বড় বড় কথা বলে কিন্তু টাকা দেয় না: পরিবেশ উপদেষ্টা
পলিব্যাগের উৎপাদন বন্ধে ১ নভেম্বর থেকে অভিযান: পরিবেশ সচিব 
সড়কে শৃঙ্খলা ফেরাতে যে পরামর্শ পরিবেশ উপদেষ্টার