• ঢাকা শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
logo

রাজধানীতে বাসচাপায় নারীর মৃত্যু

আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২৪, ১২:৪০
বাড্ডা থানা
ছবি: সংগৃহীত

রাজধানীর প্রগত সরণি এলাকায় ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহনের একটি বাসের চাপায় আইরিন (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ।

ফেসবুক পোস্টে বলে হয়, বাড্ডা ট্রাফিক জোনের অধীন ফুজি ট্রেড সেন্টারের সামনে আউটগোয়িংয়ে আকাশ পরিবহন বাসের চাকার নিচে পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কোম্পানির একজন নারী কর্মী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বাসটি জব্দ করা হয়েছে। ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবস্থান নেওয়ার কারণে রামপুরা থেকে যমুনা ফিউচার পার্কের দিকে এক লেনে গাড়ি চলাচল করছে। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্যে চেষ্টা করা হচ্ছে। সড়কে অবস্থান নেওয়া লোকজন সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

এ বিষয়ে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো.আব্বাস বলেন, সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

তিনি বলেন, দুর্ঘটনার পর ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবরোধ করেন। তাদের অনেকেই রাস্তা ছেড়ে এখন চলে গিয়েছেন। তবে কিছু লোকজন আছে তারা সরে গেলে রাস্তায় যান চলাচল আবার স্বাভাবিক হয়ে যাবে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়া
জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ করছি, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব: তনি
বেশির ভাগ সবজির কেজি ১০০ টাকার ওপরে
সোনারগাঁয়ে নারীকে কুপিয়ে হত্যা