• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ঢামেকের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২৪, ১৪:৩৪
ঢামেক
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলের আনসার সদস্য ইলিয়াস জানান, আজ সকালের দিকে আমি ঢামেক হাসপাতালের বাগান গেটে নিরাপত্তার দায়িত্বে ছিলাম। খবর পেয়ে সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সকালের দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি।

তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালিবাগে আবাসিক হোটেলে প্রবাসীর ঝুলন্ত মরদেহ, প্রেমিকা গ্রেপ্তার
একই স্থানে ১১ ভারতীয়র মরদেহ
একই রশিতে ঝুলে ছিল মা ও মেয়ের মরদেহ
শার্শা সীমান্ত থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার