• ঢাকা শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
logo

ফেনী-৩ আসনের সাবেক এমপি রহিম উল্লাহ গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২৪, ১৭:৫৬
ছবি: সংগৃহীত

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. রহিম উল্লাহকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম গণমাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফেনীর সোনাগাজী এলাকায় টমটম চালক জাফর আহাম্মদকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচেনে প্রতিদ্বন্দ্বিতা করেন রহিম উল্লাহ। তবে সেই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। এর আগে, ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দীপ্ত টিভির তামিমকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি অ্যাবের
সাবের হোসেনকে যদি মুক্তিই দেবেন, তাহলে গ্রেপ্তার কেন, প্রশ্ন নুরের
৩১ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩ গৃহকর্মী
মুক্তিপণ না পাওয়ায় শিক্ষক আরিফ হত্যা, হোতা গ্রেপ্তার