ট্রাফিক আইন লঙ্ঘন

একদিনে ৮৩৮ মামলা, জরিমানা ৩৮ লাখ

আরটিভি নিউজ

শনিবার, ১২ অক্টোবর ২০২৪ , ০৬:৩৮ পিএম


একদিনে ৮৩৮ মামলা, জরিমানা ৩৮ লাখ
ফাইল ছবি

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একদিনে ৩৮ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

বিজ্ঞাপন

শনিবার (১২ অক্টোবর) বিকেলে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৩৮টি মামলা এবং ৩৭ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া অভিযানে ১৫৭টি গাড়ি ডাম্পিং ও ৮২টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাতদিন কাজ করছে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission