• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

তাঁতীবাজারে ছিনতাইয়ের ঘটনায় মামলা

আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২৪, ১৩:৩২
ছবি: সংগৃহীত

রাজধানীর তাঁতীবাজার পূজা মণ্ডপে ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিন ছিনতাইকারীর কাছ থেকে একটি ইমিটেশনের চেইন এবং চাকু উদ্ধার হওয়ায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। কিন্তু পূজা মণ্ডপে কেরোসিনভর্তি বোতল ছুড়ে নাশকতার ঘটনায় এখন পর্যন্ত পূজা কমিটির পক্ষ থেকে অথবা নাশকতাকারী পালানোর সময় ছুরির আঘাতে আহত করার ঘটনায়, আহতদের পক্ষ থেকে কেউ মামলা করেনি।

ওসি বলেন, ছিনতাই মামলায় গ্রেপ্তার তিনজন হলেন- আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। আদালতে রোববার তাদের রিমান্ড শুনানির দিন ধার্য রয়েছে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সচিব ইসমাইল হোসেন রিমান্ডে
পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাঘারপাড়ায় আ.লীগের ৩০৮ নেতাকর্মীর নামে মামলা
ববির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি