মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় যা জানাল র্যাব
রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ডাকাতির এ ঘটনায় কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে তাকেও গ্রেপ্তার করা হবে।
এর আগে, শুক্রবার (১১ অক্টোবর) সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে মোহাম্মাদপুরের বেড়িবাঁধ সংলগ্ন এলাকার ব্যবসায়ী আবু বক্করের বাসায় ডাকাতি করে। ওই সময়ে তারা নগদ ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। একইসঙ্গে ভবনটিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারি ভাঙচুর করে।
পরে শনিবার (১২ অক্টোবর) আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।
আরটিভি/আইএম-টি
মন্তব্য করুন