• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২৪, ১৫:৫৫
ছবি: সংগৃহীত

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে মিরপুর মডেল থানার কল্যাণপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন আজাদ হাওলাদার, মো. হান্নান হাওলাদার, মো. মিলন লাঠিয়াল ও মো. আ. আজিজ হাওলাদার।

এ সময় তাদের কাছ থেকে একটি ছেনা (চাকু জাতীয় ধারালো অস্ত্র), একটি চাপাতি, একটি লোহার রড ও ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার (১৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কল্যাণপুর ওভার ব্রিজের নিচে দেশীয় অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে একটি ডাকাত দল অবস্থান করছে। পরে টহল পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাধারণ জনগণের সহায়তায় দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, মিরপুর মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিমের পর এবার মুরগির বাজারে অস্বস্তি
রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর অভিযান
সাব-রেজিস্ট্রি অফিসের বইয়ের পাতা গায়েব, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫
পুলিশের আরও ৪ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি