• ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

হামাস নেতাকে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, গায়েবানা জানাজা

আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২৪, ১১:১০
ঢাবি
সংগৃহীত

দখলদার ইসরাইলের সন্ত্রাসী হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ গায়েবানা জানাজা হয়। আজাদ ফিলিস্তিনর ব্যানারে এ আয়োজন করে ঢাবি শিক্ষার্থীরা। জানাজা শেষে বিক্ষোভ মিছিল বের হয়। ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরে তা টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ফ্রম দা রিভার টু দা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি; ইজরাইল নিপাত যাক, প্যালেস্টাইন মুক্তি পাক; ফিলিস্তিনের স্মরণে, ভয় করি না মরনে, ইত্যাদি স্লোগান দেন।

বক্তারা বলেন, ইসরাইল দীর্ঘ সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। এ জঘন্য কর্মকাণ্ডের অংশ হিসেবে হামাস প্রধানকে হত্যা করেছে তারা। আমরা এই দখলদার সন্ত্রাসী ইসরাইলের ধ্বংস কামনা করছি। বিশ্ব নেতাদের প্রতি আহ্বান থাকবে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য।

ইসরাইলের ইহুদি এবং তাদের মদদপুষ্টদের উদ্দেশে বক্তারা বলেন, আজকে যদি তোমরা মনে কর ইয়াহিয়া সিনওয়ারকে বেহেশতে পাঠিয়ে তোমরা বিজয় অর্জন করেছ। তবে শুনে রাখ, আমাদের গন্তব্য তো বেহেশতই ছিল। আমরা বিজয় অর্জন করেছি। একজন ইয়াহিয়া সিনওয়ারকে শহীদ করে হামাসকে দমিয়ে রাখা যাবে না।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবি শিক্ষার্থীদের জন্য শিগগিরই চালু হচ্ছে শাটল বাস
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঊর্মি-রাকিবসহ তিনজন কারাগারে
ঢাবি ছাত্রলীগের ঊর্মি ও রাকিব গ্রেপ্তার
ঢাবিতে যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি