• ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১
logo

জুয়েল হত্যা, ৫ আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি

আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২৪, ২৩:৪১
জুয়েল হত্যা, ৫ আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি
ছবি: সংগৃহীত

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নুর হোসেন জুয়েল নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত পাঁচ আসামিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন তার স্বজনরা।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন নিহত জুয়েলের স্ত্রী রেহানা আহমেদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন জিএমজির মোড়ে আমার স্বামী নুর হোসেন জুয়েলকে তার ছোট ভাই জাকির হোসেন, বোন জামাই এবং ভাগিনাসহ ১৫ থেকে ২০ জন মিলে হত্যা করে। এ ঘটনায় পরদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি হত্যা মামলা করা হয়। কিন্তু হত্যার এক মাস পার হয়ে গেলেও এখনও প্রধান পাঁচ আসামির কাউকেই গ্রেপ্তার করা হয়নি। শুধু অজ্ঞাতনামায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রেহানা আহমেদ আরও বলেন, হত্যা মামলার কয়েকজন আসামি এলাকায় ঘোরাঘুরি করছে। অথচ প্রশাসন তাদেরকে এখনও গ্রেপ্তার করছে না। এ অবস্থায় আমি এবং আমার দুই সন্তানসহ পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার স্বামীর হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি যাচ্ছি।

এসময় নিহত জুয়েলের ছেলে নুর-ই আলভি তার বাবার হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ইয়াজ গ্রেপ্তার
সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ গ্রেপ্তার
লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার