• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বাড্ডায় ফার্নিচার কারখানায় মিলল নারীর গলাকাটা মরদেহ

আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ১৫:১৬

রাজধানীর উত্তর বাড্ডার একটি ফার্নিচার কারখানা থেকে আমেনা আক্তার (৩২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) রাত ১২টার দিকে উত্তর বাড্ডার ২৬ নম্বর লেনের রমজান মিয়ার ফার্নিচার কারখানা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল (রোববার) রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ফার্নিচারের কারখানার ভেতর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর গলা কাটা ছিল। ঘটনাস্থল থেকে ফার্নিচারেরে মালিক রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মৃত আমেনার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামে। বাবার নাম আবুল কালাম। মায়ের নাম ইয়ানুর বেগম। বর্তমানে উত্তর বাড্ডা বাগান বাড়ি এলাকায় স্বামী মিন্টু মিয়াকে নিয়ে ভাড়া থাকত। তবে ঘটনার পর থেকে স্বামী মিন্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে যেকোনো সময় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

আরটিভি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
সুবাস্তু শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
আবাসিক হোটেল থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
বাড্ডায় আবাসিক ভবনে আগুন