• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডারের স্ত্রীর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ১৮:২২
পল্লবী থানা
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে ষাটোর্ধ্ব বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে পল্লবী থানা-পুলিশ।

পুলিশ জানায়, নিহত ওই নারীর নাম ফারাহ দীবা। তার স্বামী কাজী আবদুল মতিন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার। তারা মিরপুর ডিওএইচএসের ১০ নম্বর সড়কের একটি বাসায় বসবাস করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে তাদের সঙ্গেই থাকেন।

এ বিষয়ে পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার পহন চাকমা বলেন, ধারণা করা হচ্ছে রোববার সকালে বাসার তত্ত্বাবধায়ক ও গাড়িচালক ওই নারীকে হত্যা করার পর কিছু মালামাল লুট করে পালিয়েছেন। ঘটনার সময় বাসাতে ওই নারী ছাড়া কেউ ছিলেন না। ওই নারীর স্বামী, ছেলে ও মেয়ে চাকরিজীবী। তারা বাইরে থাকার সুযোগ নিয়ে হত্যার ঘটনাটি ঘটানো হয়েছে।

তিনি বলেন, ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার
মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৬ চাঁদাবাজ গ্রেপ্তার
কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার
সোমবার রাজধানীতে যান চলাচলে বিশেষ নির্দেশনা