ঢাকা উদ্যানে সেনা অভিযানে গ্রেপ্তার ২
রাজধানীর মোহাম্মদপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে আব্বাস মীর ও ওয়াসিফ শুভ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এদের মধ্যে আব্বাস মীর সম্প্রতি মোহাম্মদপুরে সংগঠিত গণছিনতাইয়ের সঙ্গে জড়িত এবং ওয়াসিফ শুভ ঢাকা উদ্যানের শীর্ষস্থানীয় গ্যাংলিডার আহান (ইমন)-এর একান্ত সহযোগী এবং অস্ত্রের প্রধান সমন্বয়ক।
সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে অভিযান দুটি পরিচালিত হয়। গ্রেপ্তারকালে আব্বাস মীরের কাছ থেকে ছিনতাইকৃত ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
জানা যায়, এদিন আনুমানিক রাত ১টা ২০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা উদ্যানের হাজি দিল মোহাম্মদ এভিনিউয়ে অভিযান চালিয়ে আব্বাস মীরকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়। আব্বাস মীরের কাছ থেকে গত ২৬ অক্টোবর মোহাম্মদপুরে সংঘটিত গণছিনতাইয়ের প্রধান আসামীর বিষয়ে তথ্য পাওয়া যায়।
এ ছাড়াও রাত আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী ও গ্যাংলিডার আহান (ইমন) এর একান্ত সহযোগী এবং অস্ত্রের প্রধান সমন্বয়ক ওয়াসিফ শুভকে গ্রেপ্তার করা হয় ঢাকা উদ্যানের এ ব্লকের ২ নং রোড থেকে।
আরটিভি/এসএইচএম-টি
মন্তব্য করুন