• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যা

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৯:২৮
রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যা
ফাইল ছবি

রাজধানীর সবুজবাগে একাধিক মামলার আসামি রমজান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সবুজবাগের বাইকদিয়া এলাকায় স্থানীয়রা তাকে পিটিয়ে হত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, স্থানীয়রা রমজানকে আটক করে এবং পরে পিটিয়ে হত্যা করে। রমজানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন।

তিনি বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রমজানকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে গত ৫ আগস্ট সরকার পতনের পর জামিনে বেরিয়ে আসেন তিনি।

রমজানের বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতিসহ প্রায় ডজনখানেক মামলা আছে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি
ফানুস ও আতশবাজিতে ৩ শিশুসহ রাজধানীতে দগ্ধ ৫ 
রাজধানীতে আতশবাজি ফুটিয়ে খ্রিষ্টীয় নতুন বর্ষবরণ