• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

নর্দান ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভাঙচুর, যৌথবাহিনীর হাতে দুই সন্ত্রাসী আটক

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১৭:০৬

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় নর্দান ইউনিভার্সিটিতে ভাঙচুর ও সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি নামে দুইজনকে আটক যৌথবাহিনীর হাতে সোপার্দ করে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সিকিউরিটি গার্ডকে মারধর করে ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত জোরপূর্বক ক্যাম্পাসে প্রবেশ করে ভাঙচুরের চেষ্টা চালায়। তাদের বাধা দিতে গিয়ে সিকিউরিটি গার্ড রাহাত, হাবিব, মনির, বিল্লাল সহ ৬/৭ আহত হয়। খবর পেয়ে শিক্ষার্থীরা সন্ত্রাসীদের ধাওয়া করে লুৎফর রহমান সানি ও বোরহান উদ্দিন নামে ২ জনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পৌঁছালে আটক দুই সন্ত্রাসীকে যৌথবাহিনীর হাতে সোপার্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সিনিয়র সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড ল্যান্ড) মোঃ সাইফুল ইসলাম বলেন, বহিরাগতরা জোরপূর্বক ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ক্যাশ কাউন্টার, এ্যাডমিশন রুমসহ ক্যাম্পাসের বিভিন্ন অংশে ব্যপক ভাঙচুর ও লুটপাট করে। এতে বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি সাধন হয়েছে।

তিনি আরো বলেন, আটক লুৎফর রহমান সানি ও বোরহান উদ্দিন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর। তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় ছাত্র- জনতার উপর গুলি চালিয়ে হত্যার অভিযোগের মামলা রয়েছে। এছাড়াও এরা দুইজন এর আগেও একবার জোরপূর্বক এ বিশ্ববিদ্যালয় দখল করার চেষ্টা করলে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলাও করেন।

নর্দান বিশ্ববিদ্যালয় ভাঙচুর ও আটকদের বিষয়ে জানতে চাইলে দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়