• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

একরাতে ৩০০ ফিট সড়কে জরিমানা আদায় আড়াই লাখ

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১১:০৫
৩০০ ফিট
ফাইল ছবি

যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর ৩০০ ফিট সড়কে জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা। এ ছাড়াও একইরাতে ১১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ নভেম্বর রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন গাড়িচালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ। এ সময় ৩০০ ফিট মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

চলমান অভিযানে ১১৯টি মামলা করা হয়। পাশাপাশি দুই লাখ ৭০ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া চারটি গাড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে।

এর আগেও এই সড়কে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

আরটিভি/এএইচ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে ভোক্তা অধিকারের অভিযান, ১৮ হাজার টাকা জরিমানা
নকল শিশুখাদ্য বিক্রি করায় ৯০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে ৩৩৪ কেজি পলিথিন ব্যাগ জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
চাকরি দেবে পূবালী ব্যাংক, ৬০ বছরেও আবেদন