• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

অক্টোবরে বিমানবন্দর এলাকা থেকে ৭৮ ছিনতাইকারী গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১৭:৪৪
অক্টোবরে বিমানবন্দর এলাকা থেকে ৭৮ ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে অক্টোবর মাসে ৭৮ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।

শনিবার (২ নভেম্বর) বিমানবন্দর থানা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন মনিরুজ্জামান, দুঃখু মিয়া, জাহাঙ্গীর গাজী, আমিনুল ইসলাম, রাকিব, মহসিন, ইসমাইল হোসেন ওরফে কালু, সোহাগ, মো. আকাশ ইসলাম, কাউসার, সহিদ, তাজুল ইসলাম, ইকবাল হোসেন, রানা, শরীফ, মারুফ আকমল সজীব, হিরা, আলফাজ হোসেন জনি, রুবেল, লিটন, খোকন, মানিক, আমিনুর রহমান, মনি মিয়া, শাহাদাত হোসেন, খোকন, মাসুদ শেখ, মনির, শাহিন মিয়া, সেলিম ইসলাম, রনি, সজিব মন্ডল, রাকিবুল ইসলাম, রাসেল, রিফাত, হাসান, জয়নাল উদ্দীন মিঠু, জয়, হৃদয়, সুমন মিয়া, বাবু শেখ, সোহেল ওরফে মুরগী সোহেল, রাজা হোসেন বিশাল, দুলু মিয়া, সোহাগ মিয়া, মুন্না, ইমরান শেখ, ইখলাছ পালন, রাকিব সোহেল, মমিন, ইসমাইল হোসেন, ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, নূর আলম, রাজু আহমেদ ওরফে জাহিদ, অন্তর মিয়া, গোলাম নবী, কামরুল শরীফ, মারুফ সুমন, কাউসার, সাব্বির হোসেন, জুয়েল, মিন্টু, আজিজুল হক, রাসেল ঢালী, মোরশেদ, সাব্বির হোসেন, সানোয়ার হোসেন, স্বপন আলী, নাহিদ, নুরুজ্জামান, লাবু মিয়া, আব্দুর রাজ্জাক, আলী আকবর, হৃদয় মঞ্জিল, সাকিব, জয় এবং সুমন ওরফে সুমন আলী ওরফে মনিরুজ্জামান সুমন সরদার।

বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, গত অক্টোবর মাসে বিমানবন্দর গোলচত্বর এলাকাসহ থানাধীন বিভিন্ন এলাকায় পথচারী এবং বিদেশগামী যাত্রীদের মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ। ছিনতাই প্রতিরোধে গোলচত্বর এলাকাসহ থানাধীন বিভিন্ন জায়গায় বিমানবন্দর থানা পুলিশের বিশেষ টিম নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

গ্রেপ্তারকৃত প্রায় প্রত্যেকের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
চাঁদপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 
চাঁদপুরে আলোচিত বালুখেকো মতিন গ্রেপ্তার